top of page

।।সাগর – রুনি এবং আমরা।।​​​

কোন এক অন্তরঙ্গ মূহুর্তে হয়ত বলেছিল রুনি

আমি সাগরে হব বি্লীন।
প্রতিউত্তরে সাগর কি বলেছিল তারে?
........................................................
নিশ্চয়ই বলেনি,
আমরা দুজনা এমনি রব জীবনের অনতিদুর প্রান্তে।
খবরের হব খবর,
হর্ষে নয় হতাষার পরিভাষায় পরীনত হব নিতি।
অথচ তাই হল,
এমনি করেই যা হওয়ার নয় তাই হয়
এভাবেই হারায় সপ্নভুখ মানুষ গুলো।
রেখে যায় তাদের অমলীন চিহ্ন।
যা নিয়ত পোড়ায়,
আর একটু একটু করে নিমজ্জিত করে
হতাষার চোরাবালীর অতলান্ততায়।
চাইলেও বেড়িয়ে আসতে পারিনা সে অন্ধকার থেকে।
অথর্ব আমরা প্রহর গুনি শুধু,
প্রত্যাশিত সূবর্ন সময়ের...................।
........................।

I'm a title. Double click to edit me.

bottom of page